![উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/rally_abenws_128825.jpg)
উলিপুর (কুড়িগ্রাম), ০৬ মার্চ, এবিনিউজ : কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলিয়ের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল গাফ্ফার।
আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম রুবি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ নূরুল ইসলাম, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ লুৎফর রহমান, প্রজেক্ট অফিসার কার্নিজ ফাতেমা, নারী সংগঠনের সভাপতি ছবি বেগম প্রমুখ।
এবিএন/আব্দুল মালেক/জসিম/এমসি