
ঠাকুরগাঁও, ০৬ মার্চ, এবিনিউজ : খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিএনপির মানববন্ধনে পুলিশের সাথে বিএনপির কর্মীর ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করার জন্য নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে একত্রিত হয়। শহরের চৌরাস্তায় ওয়েল ফুডের সামনে বিএনপির নেতাকর্মীরা ব্যানার নিয়ে দাঁড়াতে গেলে পুলিশ বাঁধা দেয়। এক পর্যায়ে পুলিশ ব্যানার কেড়ে নিতে গেল পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে বাঁধা উপেক্ষা করে আবারো বিএনপির কর্মীরা কার্যালয়ের সামনে মানববন্ধন করার জন্য দাঁড়ালে পুলিশ ধাওয়া দিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ফলে পন্ড হয়ে যায় বিএনপির মানববন্ধন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল লতিফ মিঞা জানান, অপ্রিতিকর ঘটনা এড়ানোর জন্য মানববন্ধন করতে দেওয়া হয় নাই। পরে উত্তেজনা সৃষ্ঠি হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।
এবিএন/রবিউল এহসান রিপন/জসিম/নির্ঝর