![খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/khoksha-nari-day_128832.jpg)
খোকসা (কুষ্টিয়া) , ০৬ মার্চ, এবিনিউজ : কুষ্টিয়ার খোকসা যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা চত্বরে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নূর-এ-আলম এর সভাপতিত্বে উক্ত মানব বন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিষ্ণু পদ সাহা, মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোপেশ চন্দ্র সরকার প্রমুখ। ঘন্টাব্যাপি মানব বন্ধনে উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষিত করে গড়ে তোলার প্রতি বক্তগণ গুরুত্বারপ করেন। বলেন।
এবিএন/ সুমন কুমার মন্ডল/জসিম/নির্ঝর