![খোকসায় জাতীয় পাট দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/khoksha-pat-day_128834.jpg)
খোকসা (কুষ্টিয়া) , ০৬ মার্চ, এবিনিউজ : কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় পাট দিবস পালিত হয়েছে। পাট ও বস্ত্র মন্ত্রলয়ের সহোযগিতায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নূর-এ-আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিষ্ণু পদ সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার গোপেশ চন্দ্র সরকার, উপজেলার সফল পাট চাষী কৃষক মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও সদ্য যোগদানকৃত অতিরিক্ত কৃষি অফিসার জীবাংশ দাস প্রমুখও।
এছাড়াও সকালে এ উপলক্ষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এবিএন/ সুমন কুমার মন্ডল/জসিম/নির্ঝর