হোসেনপুর (কিশোরগঞ্জ), ০৬ মার্চ, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বর্ণাঢ্য পাটর্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
বর্ণাঢ্য পাট র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পদক শাহ মাহবুবুল হক, যুগ্ম সাধারণ সম্পদক মকবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস।
আরো বক্তব্য রাখেন- উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ জাবের, সাবেক প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক, মো.জামাল উদ্দিন, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. আক্তার হোসেন দুলাল, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/এমসি