![দুর্গাপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/abnews-24.b_128841.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা), ০৬ মার্চ, এবিনিউজ : জেলার দুর্গাপুরে আজ মঙ্গলবার ‘‘মান সম্মত শিক্ষা- শেখ হাসিনার দীক্ষা’’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এক বর্নাঢ্য র্যালি পৌর শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমদাদুল হক খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আখতার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শীতেষ চন্দ্র পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন প্রমুখ।
বক্তারা, মান সম্মত শিক্ষা ছাড়া জাতীর অগ্রগতি সম্ভব নয়। প্রাথমিক বিদ্যালয় গুলোতে মান সম্মত শিক্ষা ব্যবস্থা আরো জোরদার করার জন্য উপজেলার সকল শিক্ষকদের প্রতি আহবান জানানো হয়।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা