বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

দুর্গাপুরে বিশ্ব পাট দিবস উদযাপন

দুর্গাপুরে বিশ্ব পাট দিবস উদযাপন

দুর্গাপুর (নেত্রকোনা), ০৬ মার্চ, এবিনিউজ : জেলার দুর্গাপুরে মঙ্গলবার ‘সোনালী আশেঁর সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’- এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় পাট দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক বর্নাঢ্য র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমদাদুল হক খান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মো. ছানোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আখতার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন প্রমুখ। বক্তারা, আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাটের রফতানি বাড়ানোর লক্ষ্য নিয়ে পাট চাষে কৃষকদের এগিয়ে আসার আহবান জানান।

এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত