শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ময়মনসিংহে পিকঅাপ উল্টে নিহত ১

ময়মনসিংহে পিকঅাপ উল্টে নিহত ১

ময়মনসিংহ, ০৬ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের ত্রিশালের সাইনবোর্ড নামক স্থানে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নার্গিস আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হন স্বামী মোয়াজ্জেম হোসেন (৪৫), দুই শিশু সন্তান জুঁই (৮) ও নাবিদুল (৬)। তাদেরকে ত্রিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতদের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার গাজীপুরের কোনাবাড়ি এলাকায়। তারা বাড়ি থেকে পিকআপ ভ্যান রিজার্ভ করে মালামাল নিয়ে ঢাকার গাজীপুরের কোনাবাড়ি এলাকায় কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের মোয়াজ্জেম হোসেন, তার স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে পিকআপ ভ্যানে করে বাসার মালামাল নিয়ে ঢাকার গাজীপুরের কোনাবাড়িতে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বেলা ১২টার দিকে পিকআপ ভ্যানটি ত্রিশাল উপজেলার সাইনবোর্ড নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নার্গিস আক্তার নামের এক নারীর মৃত্যু হয়। আহত হয় তার স্বামী ও দুই সন্তানসহ তিন জন।

এবিএন/মো:মঈন উদ্দিন রায়হান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত