বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

ঝিনাইদহ, ০৬ মার্চ, এবিনিউজ : আন্তর্জাতিক নারী দিবস-২০১৮ উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের সামনে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু বিল্লাহ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার শরিফা আখতার, পৌর কাউন্সিলর মার্জেদ আলী, রেজাউল করীম রেজা, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, নারী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এবিএন/যবনিকা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত