![পাঁচবিবিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/joypurhat_abnews24_128851.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট), ০৬ মার্চ, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে মানব বন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশন পাঁচবিবি এডিপির সহযোগীতায় আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে জয়পুরহাট-দিনাজপুর সড়কের পাঁচবিবি-পাঁচমাথা চত্বরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলমের সভাপত্বিতে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেযারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রাণী দাস, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সিনিয়র সহ সভাপতি মীর রেজাউল করিম, ভারপ্রাপ্ত পৌর মেয়র নূর হোসেন, ওয়ার্ল্ড ভিশন পাঁচবিবি এডিপির ম্যানেজার উত্তম দাস, প্রকল্প ম্যানেজার চিত্ররঞ্জন বালা প্রমুখ।
এবিএন/সজল কুমার দাস/জসিম/তোহা