![ধর্মপাশায় সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/ovijog_128853.jpg)
ধর্মপাশা(সুনামগঞ্জ) , ০৬ মার্চ, এবিনিউজ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের ঘর নির্মাণ কাজের বরাদ্ধকৃত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর গ্রামবাসীর পক্ষে ইউপি সদস্য তাজউদ্দিন সহ স্কুলের ছাত্র ছাত্রির অভিভাবকবৃন্দের গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পেশ করেছেন।
অভিযোগের বিবরণে জানা যায়, জয়শ্রী ইউনিয়নের দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল বিল্ডিং টি পরিত্যক্ত হওয়ার পর শিক্ষার্থীদের পাঠদানের জন্য অতিরিক্ত নতুন একটি ঘর নির্মাণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের জরুরী তহবিল হতে ২০১৬-১৭ ইং অর্থবছরে ৩ লাখ টাকা বরাদ্ধ হয়।
বরাদ্ধকৃত অর্ধেক টাকা খরছ করে নিম্নমানের সামগ্রী দিয়ে নতুন পুরাতন টিন ও পুরাতন কাঠ ব্যাবহার করে দায়সারাভাবে একটি টিনসেড ঘর নির্মান করে বাকী অর্ধেক টাকা আত্মসাত করেছে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন।
অভিযোগে আরো জানা যায়,প্রধান শিক্ষক জসিম উদ্দিন বিদ্যালয় হতে ২০ কিলোমিটার দূর পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় নিজ বাসভবনে নিয়মিত বসবাস করেন। পাশাপাশি সহকারি শিক্ষক আনোয়ার হোসেন ১৩কিলোমিটার দূর ধর্মপাশা উপজেলা সদরে নিজ বাসভবনে বসবাস করেন। দুজনই বিদ্যালয় হতে দূরে অবস্থান করার কারনে পাঠদানের সঠিক সময়ে বিদ্যালয়ে পৌছঁতে পারেন না। শিক্ষার্থীদের ছুটি দেওয়ার নির্ধারিত সময়ের পূর্বেই বিদ্যালয় ত্যাগ করেন। প্রায়ই অনুপস্থিত থাকেন। উপস্থিত না থেকেই সুযোগমত হাজিরা খাতায় উপস্থিত দেখিয়ে আসছেন উক্ত দুই শিক্ষক। শুকনো মৌসুমে যাতায়াত করার সুযোগ থাকলেও বর্ষাকালে নিজ নিজ বাসস্থান হতে কর্মস্থলে পৌঁছার একমাত্র বাহন নৌকা।তখন ইচ্ছা করলেই যে কোন সময়ে নৌকা পাওয়া সম্ভব হয়ে উঠেনা। এমন অবস্থায় বিদ্যালয়ে অনুপস্থিতির বিষয়টি আরো প্রকট আকার ধারন করে। ফলে বিঘিœত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন,আমার বিরুদ্ধে দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘর নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগটি সত্য নয় এবং আমি সহ বিদ্যালয়ের সকল শিক্ষকগণ নিয়মিত বিদ্যালয়ে আসেন।
এ ব্যাপারে ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন বলেন, দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।
এবিএন/মোঃ ইমাম হোসেন/জসিম/নির্ঝর