![চিলমারীতে জাতীয় পাট দিবস উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/abnews-24.bbbbbbbbb_128855.jpg)
চিলমারী (কুড়িগ্রাম), ০৬ মার্চ, এবিনিউজ : “সোনালী আঁশের সোনার দেশ পাট পণ্যের বাংলাদেশ” শ্লোগান নিয়ে কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় পাট দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। এছাড়াও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলী,হিসাব রক্ষন অফিসার আব্দুল হান্নান মল্লিক,মাধ্যমিক শিক্ষা অফিসার প্রদিপ কুমার বণিক, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, পরিদর্শক(পাট) এটিএম খায়রুল হক উপস্থিত থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
এবিএন/গোলাম মাহবুব/জসিম/তোহা