![রাজবাড়ীতে মেয়র কাপ ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/abnews-24.bbbbbbbbbbbb_128862.jpg)
রাজবাড়ী, ০৬ মার্চ, এবিনিউজ : রাজবাড়ীতে মেয়র কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী পৌরসভার আয়োজনে শহীদ রেলওয়ে খুশি ময়দানের ৯দিন ব্যাপী পৌরসভার অর্ন্তভুক্ত ৯ দলের অংশগ্রহণের এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন- ৩৮ এর এমপি কামরুন্নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকি মিলি, সদর উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।
রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলীর সভাপতিত্বে শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেন, মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনিসকল প্রতিষ্ঠানের প্রধানের উদ্দেশ্য করে বলেন নেতৃত্ব ভালো হলে প্রশাসনের গতি বৃদ্ধি পায়। নতুন পুলিশ সুপারকে নিয়ে তিনি বলেন, রাজবাড়ীতে মাদক একটি বড় সমস্যা যেটা দক্ষতার সাথে মোকাবেলা করতে হবে।
রাজবাড়ী পৌরসভার অর্ন্তগত ৯টি ওয়ার্ডকে নিয়ে ৩টি গ্রুপে বিভিক্ত হয়ে রানরেটের ভিত্তিতে আগামী ১৫ মার্চ শহীদ খুশি ময়দানের ৯দিন ব্যাপী মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামবে।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/তোহা