বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া), ০৬ মার্চ, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঢাকা- সিলেট মহা সড়কের চান্দুরা পল্লী বিদ্যুৎ সাব স্টেশন সংলগ্নে সড়ক দুর্ঘনায় মো. মুনাঈম ভূইয়া (৩৫), নামে এক মোটর সাইকেল আরোহীর মুত্যৃ হয়েছে। নিহতের বাড়ী উপজেলা মিরাসানী পশ্চিমপাড়ার মৃত আব্দুল লতিফ ভূঁইয়ার ছেলে। এছাড়াও আরো দুইজন মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন। তারা হলেন- বাদল (৩২), রিপন (৩৩)। আহতদেরকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদরে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১.৪০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে মোটর সাইকেল যোগে ৩ জন ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ করে মহা সড়কে তাদেরকে পড়ে থাকতে দেখে এগিয়ে গেলে একজনকে মৃত দেখতে পায় স্থানীয় লোকজন। পরে হাইওয়ে পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনারস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে হাইওয় থানার এস আই মোজাম্মেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এবং আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালের পাঠানো হয়েছে।

এবিএন/টিপু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত