![ইবিতে ‘তারুণ্য’র বই সংগ্রহ শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_128882.jpg)
ইবি (কুষ্টিয়া), ০৬ মার্চ, এবিনিউজ : ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যে’র পাঠাগার তৈরির লক্ষ্যে বই সংগ্রহের কাজ শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩ টায় টিএসটিসির করিডোরে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয় ।
তারুণ্যের সদস্য তারেক আল সাকিবের সঞ্চালনায় ও সভাপতি মমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. শাহজাহান মন্ডল, টিএসসিসির পরিচালক ড. বাকী বিল্লাহ, ইবিসাসের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ও তারুণ্য ইবি শাখার সাধারণ সম্পাদক ওয়াহেদ জুবেরী সিজার প্রমূখ।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের মাধ্যমে এই কর্মসূচির যাত্রা শুরু হয়। প্রথম দিনে প্রায় দেড়শত বই সংগ্রহ করা হয়।
এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা