![বদলগাছীতে নতুন ইটভাটা স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_128884.jpg)
বদলগাছী (নওগাঁ), ০৬ মার্চ, এবিনিউজ : নওগাঁর বদলগাছীতে শিক্ষা প্রতিষ্ঠান ও জন বসতী এলাকায় নতুন ইটভাটা স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। জানা যায় আজ ৬মার্চ বেলা ১২টায় উপজেলার মিঠাপুর ইউপির খাদাইল বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় ৫শতাধীক ছাত্র ছাত্রী ও এলাকাবাসী সকল পেশার মানুষ অংশ গ্রহন করে। মিঠাপুর ইউপির খাদাইল বাজারের পূর্ব পার্শে শিক্ষা প্রতিষ্ঠান ও জন বসতির ২শত ফিট দুরে নতুন ইটভাটা স্থাপন করে ভাটা ব্যবসায়ী রুহুল আমিন এর প্রতিবাধে মানববন্ধন করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন মিঠাপুর ইউনিয়ন যুব লীগের যুগ্ন আহবায়ক মোঃ আতিকুর রহমান,ব্যবসায়ী গোলাম মস্তফা,শফিকুল ইসলাম প্রমূখ। এবিষয়ে খাদাইল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবেন্দ্রনাথ বলেন আমার শিক্ষা প্রতিষ্ঠানের এত কাছে ইটভাটা স্থাপন আর ভাটার গাড়ী চলাচলের ধুলা বালীর কারনে স্কুলের শিক্ষাথী সহ আমাদের অনেক সমস্যায় পড়তে হয়।
খাদাইল সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুর রহমান বলেন বেপরোয়ারা ভাবে ইটভাটার গাড়ী চলাচলের কারনে স্কুলের ছোট দের ধুলা বালীয় শ্বার্শ কষ্ট সহ রাস্তা পারাপারের ঝুকি পৃন্ন হয়ে দাড়িয়েছে। এব্যাপারে ইটভাটা মালিক রুহুল আমিনের সাথে মোবাইল ফোনে কথা বল্লে তিনি বলেন আমি ভাটা নির্মান করছি সরকার যদি অনুমদন দেয় তাহলে ভাটা চালু হবে না হলে আবার ভেংগে দেওয়া হবে।
এবিএন/হাফিজার রহমান/জসিম/তোহা