![বাউফলে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_128886.jpg)
বাউফল (পটুয়াখালী), ০৬ মার্চ, এবিনিউজ : পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে । আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ জামান সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মজিবুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান,সহকারি কমিশনার (ভ’মি) মোঃ এ,এস,এম আবু সুফিয়ান, মহিলা কলেজের অধ্যক্ষ মমতাজ বেগম,ওসি মনিরুল ইসলাম,সমবায় অফিসার কামরুল হাসান সহ প্রমুখ । মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক,সাংবািিদক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন ।
এর আগেউপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালী বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। মেলায় ২০ টি স্টল শোভা পায় ।
এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/তোহা