শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দিনাজপুরে আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন কর্মসূচি পালিত

দিনাজপুরে আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন কর্মসূচি পালিত

দিনাজপুরে আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন কর্মসূচি পালিত

ফুলবাড়ী (দিনাজপুর), ০৬ মার্চ, এবিনিউজ : “সময় এখন নারীর: উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবীরা” এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এডাব জেলা শাখা দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখে আজ মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন এডাব দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. মোজাফ্ফর হোসেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- এসআইডিপি এর নির্বাহী পরিচালক মো. আফসার আলী, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইয়াকুব আলী, ব্রিসডো এর নির্বাহী পরিচালক মো. ওবায়দুর রহমান, সিপিইউএস এর নির্বাহী পরিচালক মো. এমদাদুল হক, অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক হামিদুর রহমান, এমবিএসকের প্রতিনিধি মলি বেগম প্রমুখ।

বক্তারা বলেন, নারীর ভূমিকা সমাজ-সভ্যতার অগ্রযাত্রার ইতিহাসে সমান্তরাল। মানুষ হিসেবে একজন নারী পরিপূর্ণ অধিকারের দাবিতে সুদীর্ঘ কাল থেকে যে আন্দোলন চালিয়ে আসছে তারই সম্মান স্বরূপ পালিত হয় নারী দিবস।

বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবসে আমাদের অঙ্গীকার হউক কোন নারী যেন কোন ভাবেই নির্যাতিত না হয়।

এবিএন/আফজাল হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত