শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রাজবাড়ীতে বিএনপির মানববন্ধনে পুলিশের বাঁধা, গ্রেফতার ৩

রাজবাড়ীতে বিএনপির মানববন্ধনে পুলিশের বাঁধা, গ্রেফতার ৩

রাজবাড়ীতে বিএনপির মানববন্ধনে পুলিশের বাঁধা, গ্রেফতার ৩

রাজবাড়ী, ০৬ মার্চ, এবিনিউজ : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএননির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজবাড়ীতে জেলা বিএনপির মানববন্ধন পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়।

আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ী প্রেসক্লাব এর সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার জন্য জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে নেতাকর্মীরা দাঁড়ানোর ২ মিনিটের মধ্যেই পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন- জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. এ মজিদ বিশ্বাস, যুব দলের নেতা জিল্লুর রহমান ও জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মো. কাউছার মাহমুদ।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. নাসিরুল হক সাবু, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. আসাদুজ্জামান লাল, পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. মঞ্জুরুল আলম দুলাল, সাংগঠনিক সম্পাদক গাজী হাবিব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা বিএনপি'র উপদেষ্টা মো. ফজলুল হক টুকু প্রমুখ।

রাজবাড়ী সদর থানার তদন্ত ওসি মো. কামাল হোসেন ভূঁইয়া জানান, নাশকতার আশঙ্কায় বিএনপির তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত