শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সিরাজগঞ্জে এক শিক্ষার্থীকে পেটালো স্কুলের পরিচালক
শহীদ ক্যাডেট কোচিং ও মডেল স্কুলের

সিরাজগঞ্জে এক শিক্ষার্থীকে পেটালো স্কুলের পরিচালক

সিরাজগঞ্জে এক শিক্ষার্থীকে পেটালো স্কুলের পরিচালক

সিরাজগঞ্জ, ০৬ মার্চ, এবিনিউজ : শ্রেণি কক্ষে অনুপস্থিত থাকার অপরাধে টাইফয়েড জ্বরে আক্রান্ত শিক্ষার্থীকে সহপাঠিদের সামনেই চুল টেনে ধরে পেটালেন শহীদ ক্যাডেট কোচিং ও মডেল স্কুলের সিরাজগঞ্জ শাখার পরিচালক হাসানুজ্জামান রঞ্জু। আজ মঙ্গলবার সকালে শহরের মারোয়ারিপট্টী শাখায় এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে জানতে গেলে অভিভাবকের সামনেই শিক্ষার্থীর মা’র সাথেও অশোভন আচরন করেন রঞ্জু। এদিকে এলজিইডির উল্লাপাড়া উপজেলার উপ-সহকারী প্রকৌশলী তারেকুল ইসলাম খানের ছেলে সাবেদুল ইসলাম খানকে মারপীট ও অশোভন আচরনের বিচার চেয়ে শিক্ষার্থীর মা ফারজানা আকতার মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসারসহ মাধ্যমিক শিক্ষা দপ্তরের জেলা ও উপজেলা কর্মকর্তাদের বরাবর পরিচালক রঞ্জুর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

শিক্ষার্থীর মা ফারজানা আকতার মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বলেন, আমার ছেলেকে গত এক মাস আগে শহীদ ক্যাডেট কোচিং ও মডেল স্কুলের টাঙ্গাইল শাখায় ভর্তি করা হয়। ছেলে টাইফয়েড জ্বরে আক্রান্ত হওয়ায় পরে তাকে সিরাজগঞ্জ শাখায় বদলী করা হয়। অসুস্থ্যতার কারনে সে প্রায় ১০/১২ দিন কোচিং সেন্টারে অনুপস্থিত ছিল। মঙ্গলবার সকালে সে সিরাজগঞ্জ শাখায় ক্লাস করতে গেলে পরিচালক রঞ্জু তাকে সহর্মীদের সামনেই চুল টেনে ধরে বেশ ক’টি থাপ্প্র মারে। এরপর তাকে পেটানো হয়েছে। বিষয়টি জানতে গেলে সে উল্টো আমার সাথে হম্বিতম্বি ও অশোভন আচরন করেন। এক পর্যায়ে ছেলেকে বের করে দেয়া হবে বলে রঞ্জু হুমকী দেন। এরপর ছেলের প্রাথমিক চিকিৎসা নিতে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শামীম আহম্মেদ বলেন, শিশুটির গালে বেশ ক’টি থাপ্পরের দাগ রয়েছে। চিকিৎসা সেবা দিয়ে দুপুরে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এ অভিযোগের বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান বলেন, ওই কোচিং সেন্টারের পরিচালকে বুধবার আমার অফিসে ডাকতে সদর উপজেলা মাধ্যমিক অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইফতেখার শামীম বলেন, জেলা প্রশাসক বিকেলে আসার পর অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনার অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে শহীদ ক্যাডেট কোচিং ও মডেল স্কুলের পরিচালক হাসানুজ্জামান রঞ্জু বলেন, ছেলেটি যে অসুস্থ্য ছিল, সেটি জানতাম না। তাকে দীর্ঘক্ষন দাঁড় করিয়ে রেখে থাপ্পর মারাটা আমারও ঠিক হয়নি। ছেলেটির মা এ নিয়ে প্রতিষ্ঠানে এসে হৈচৈ করায় তার ছেলেকে কোচিং সেন্টার থেকে নিয়ে যেতে বলা হয়েছে বলে তিনি জানান।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত