![তিতাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/abnews-24.bbbbbbbb_128905.jpg)
তিতাস (কুমিল্লা), ০৬ মার্চ, এবিনিউজ : কুমিল্লার তিতাস উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ইউছুপপুর গ্রামের প্রবাসী মাহবুব ভূইয়ার বাড়ীতে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় প্রবাসী মাহবুবের স্ত্রী শামীমা আক্তারের সাথে একই বাড়ীর বাদশা মিয়া ও তার স্ত্রী জেসমিনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে গতকাল দুপুরে বাদশা মিয়ার ছেলে মাসুম(১৮) অতর্কিত হামলা করে শামীমাকে আহত করে।
এখবর পেয়ে শামীমার বাপের বাড়ীর লোকজন ঘটনা স্থলে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জরিয়ে পরে। এসময় উভয় পক্ষের ৬ জন আহত হয়।আহতরা হলো শামীমা আক্তার (৩০),দেলোয়ার ভূইয়া(২২),সজিব (২১),রাসেল মেম্বার(৩৫),বাবুল(৪৫) ও মঙ্গল মিয়া (৭০)। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে। এবিষয়ে শামীমার ভাই মো.রাসেল জানায় স্থানীয় ইউপি মেম্বার রাসেল ভান্ডারীর নির্দেশে আমার বোনের উপর হামলা করেছে।
অপর দিকে রাসেল মেম্বার জানায় আমি বাবুল মিয়ার চায়ের দোকানে বসে ছিলাম এসময় উপজেলার মৌটুপি গ্রামের ৫/৬জন লোক এসে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি ও দোকানী বাবুল প্রতিবাদ করলে আমাদেরকে মারধর করে পালিয়ে যায়। এঘটনায় শামীমা বাদী হয়ে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।
এবিএন/কবির হোসেন/জসিম/তোহা