বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সদরপুরে ক্যাবল লাইন বিছিন্ন করে দিল প্রশাসন

সদরপুরে ক্যাবল লাইন বিছিন্ন করে দিল প্রশাসন

সদরপুর (ফরিদপুর), ০৬ মার্চ, এবিনিউজ : ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়ন থেকে অবৈধ ক্যাবল অপারেটর এর সংযোগ বিছিন্ন করে দিয়েছে স্থানীয় প্রশাসন। আজ মঙ্গলবার বিকেলে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের নিকট একাধিকবার অভিযোগ এলে তিনি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মাদ আরিফ হোসেন কে ব্যবস্থা নিতে বলেন।

পরে ঢেউখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫শ মিটার ক্যাবল জব্দ করে উপজেলায় নিয়ে আসা হয়। বাকি লাইন বিছিন্ন করার জন্যে ক্যাবল অপারেটর মোঃ লুৎফর রহমান কে বলা হয়।

এব্যাপারে ক্যাবল অপারেটর মোঃ লুৎফর রহমান জানান, আমি সংশ্লিষ্ট দপ্তরে লাইসেন্স এর আবেদন করেছি। লাইসেন্সটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

জানা যায়,ওই ইউনিয়নের জন্যে বাংলাদেশ টেলিভিশন অধিদপ্তর থেকে ক্যাবল অপারেটর লাইসেন্স প্রাপ্তহন মোঃ আছাদুজ্জামান খান। কিন্তু লুৎফর বেশ কিছু বছর ধরে সদরপুর ইউনিয়ন এলাকা থেকে ফিট লাইনের মাধ্যমে ঢেউখালীতে ব্যবসা করে আসছিলেন। প্রশাসনের নিকট স্থানীয় লাইসেন্সধারী অভিযোগ দিলে মাঠে নামে প্রশাসন।

এবিএন/মোঃ সাব্বির হাসান/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত