![জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/bhola-news-06.03.18-1_128928.jpg)
ভোলা, ০৬ মার্চ, এবিনিউজ : জনপ্রিয় লেখক ও অধ্যাপক ড. জাফর ইকবালের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ভোলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ভোলা প্রেসক্লাব চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক ও বিটিভি জেলা প্রতিনিধি এম এ তাহের এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলার কন্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও যমুনা টিভি জেলা প্রতিনিধি সামস-উল আলম মিঠু প্রমুখ।
ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও জনকন্ঠ জেলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিব এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি শাহে আলম, ডেইলি ইন্ডিপেডেন্ট এর জেলা প্রতিনিধি কামাল উদ্দিন সুলতান, চ্যানেল আই জেলা প্রতিনিধি হারুন অর রশিদ, ভোলা লেডিস ক্লাবের সম্পাদিকা খাদিজা আক্তার স্বপ্না প্রমুখ। এসময় বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা ড. জাফর ইকবালের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টামূলক শাস্তি দাবী করেন।
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/রাজ্জাক