শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গফরগাঁওয়ে জাতীয় পাট দিবস পালিত

গফরগাঁওয়ে জাতীয় পাট দিবস পালিত

গফরগাঁও (ময়মনসিংহ), ০৬ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘সোনালী আশেঁর সোনার দেশ পাট পণ্যের বাংলাদেশ’ স্লোগানকে উপজীব্য করে জাতীয় পাট দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে শেষ হয়।

পরে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান, জেলা পরিষদ সদস্য দিলরুবা আক্তার কাজল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, কৃষি কর্মকর্তা এস এস ফারহানা হোসেন।

আরো বক্তভ্য রাখেন- পাট কর্মকর্তা ফজলুল হক, সমাজ সেবা কর্মকর্তা নজরুল ইসলাম সারণীক, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা বেগম, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, সংরক্ষিত পৌর কাউন্সিলার পারভীন আক্তার, রত্না বেগম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা পরিবেশ বান্ধব পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহারের গুরুত্বারোপ করেন।

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত