![বোচাগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/rally_abnews_128939.jpg)
বোচাগঞ্জ (দিনাজপুর), ০৬ মার্চ, এবিনিউজ : ‘মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ মঙ্গলবার দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস বর্ণাঢ্য র্যালী করেছে।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলুু।
এছাড়াও র্যালিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সারোয়ার মোর্শেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মো. জাহাঙ্গীর আলম, ৬নং রনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ অংশ নেয়।
এবিএন/সাজ্জাদুল আযম সাজ্জাদ/জসিম/এমসি