শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রাণীনগরে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীদের মানববন্ধন

রাণীনগরে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীদের মানববন্ধন

রাণীনগরে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীদের মানববন্ধন

রাণীনগর (নওগাঁ), ০৬ মার্চ, এবিনিউজ : নওগাঁর রাণীনগরে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীরা ৬ দফা দাবীতে মানববন্ধন করেছে। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির রাণীনগর উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে কর্মচারী সমিতির সহ-সভাপতি আ স ম রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ, যুগ্ন সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়, কোষাধক্ষ্য আকলিমা আক্তার, সদস্য নাদিরা বেগম প্রমুখ।

পরিবার পরিকল্পনা পরিদর্শন (এফপিআই) ও পরিবার কল্যাণ সহকারী (এফডাব্লিও) দের শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণ, নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদেরকে স্বাস্থ্য বিভাগের কাজ থেকে বিরত রাখা, এফডাব্লিওদের টেকনিক্যাল পদমর্যাদা অনুসারে স্কেল নিধারণ, ২০০৮ ব্যাচের এফপিআইদের প্রাপ্য সিলেকশনদের চলমান গ্রেড প্রদান, এফডাব্লিদের এফডাব্লিওভি পদে ইন-সার্ভিস ট্রেনিং এর সুযোগ প্রদান সহ ৬ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এবিএন/এ বাশার (চঞ্চল)/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত