![আগৈলঝাড়ায় গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/atok-abn3_128957.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ০৬ মার্চ, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় গাঁজাসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানার দায়িত্বপ্রাপ্ত ওসি এসআই শাহনুর মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম বাগধা এলাকা থেকে সোমবার রাত সাড়ে দশটার দিকে গাঁজা বিক্রির সময় মৃত বীরেন হাজরার ছেলে গাঁজা ব্যবসায়ী লিটন হাজরা (৩৯) ও মৃত হলধর সমদ্দারের ছেলে মঙ্গল সমদ্দার (২৬) কে এসআই দেলোয়ার হোসেন গাঁজাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা পার্শ্ববর্তী কোটালীপাড়া উপজেলার নারায়ণখানা গ্রামের বাসিন্দা।
সোমবার রাতেই এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং- ২ (০৫-০৩-১৮)। গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/রাজ্জাক