ঢাকা, ০৭ মার্চ, এবিনিউজ : সরকারের লোকসানি প্রতিষ্ঠান বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) পুরোপুরি বন্ধ করে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ বুধবার সচিবালয়ে অর্থ বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির স্মরণিকা ‘প্রয়াস’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, পাটকে আমি রিভাইস করতে চাই। কিন্তু এখানে পুরনো বিজেএমসির কোনো জায়গা নেই। এটি বন্ধ করে দেওয়া উচিত। মন্ত্রণালয়ে পাট সংক্রান্ত একটি সেল থাকতে পারে। পাট মন্ত্রণালয় বিজেএমসির খপ্পরে পড়েছে। প্রতিবছর সরকারি কোষাগার থেকে বিজেএমসিকে ৪০০-৫০০ কোটি টাকা ভর্তুকি দেওয়ার পরও ওদের ক্ষুধা মেটে না।
অর্থমন্ত্রী বলেন, বিজেএমসি তার ৯০ শতাংশ কর্মচারীকে স্থায়ী করে ফেলেছে। কথা ছিল, বিজেএমসির ৫০ শতাংশ কর্মচারী স্থায়ী হবে। যেহেতু পাট একটি সিজনাল (মৌসুমী) পণ্য সে কারণে সারা বছর ৫০ শতাংশর বেশি কর্মচারীর প্রয়োজন নেই। সিজনে বাকি ৫০ শতাংশ কর্মচারীদের কাজে লাগিয়ে শতভাগ কাজ করা সম্ভব।
এদের নিয়ে পরামর্শ কী, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমার প্রথম পরামর্শ বিজেএমসিকে পুরোপুরি বন্ধ করে দিতে হবে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে পাটকে এগিয়ে নিতে হবে।
গত সোমবার বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এ অনুষ্ঠানে বলেন, ‘পাট নিয়ে অর্থমন্ত্রী নেতিবাচক মনোভাব পোষণ করেন। অর্থমন্ত্রীর এ নেতিবাচক মনোভাবের প্রভাব অর্থ মন্ত্রণালয়েও পড়েছে। ফলে পাটের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।’
প্রতিমন্ত্রীর এমন মন্তব্যের জবাবে অর্থমন্ত্রী বলেন, মির্জা আজম অর্থ মন্ত্রণালয় ও আমার সম্পর্কে যা বলেছেন তা তার ব্যক্তিগত অভিমত। এ বিষয়ে আমার কিছু বলার নেই।
এবিএন/সাদিক/জসিম/এসএ