
ঢাকা, ০৭ মার্চ, এবিনিউজ : পুরাতন জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ,যার মাধ্যমে বিভিন্ন সময়কালের নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। এস্ট্রস্যাজ.কম এ দেওয়া এই দৈনিক রাশিফলে আমরা সঠিক জ্যোতির্বিজ্ঞানের আধারে ভবিষ্যফল লিখি।
এইরকম সাপ্তাহিক রাশিফলে আমরা সূক্ষ্মতম জ্যোতিষীয় গণনার ধ্যান রাখি। যদি মাসিক রাশিফলের কথা বলি তো মানদণ্ড এটার ক্ষেত্রেও প্রযোজ্য। বার্ষিক রাশিফলে আমাদের বিদ্যবান তথা অনুভবী জ্যোতিষীরা সারাবছরের সমস্ত গ্রহদের পরিবর্তন, গোচর এবং অন্য ব্রহ্মান্ডীয় গণনার মাধ্যমে বর্ষের বিভিন্ন দৃষ্টিকোণ যেমন স্বাস্থ্য, বৈবাহিক জীবন ও প্রেম, ধন-ধান্য ও সমৃদ্ধি তথা চাকুরী-পেশা এর মতো সমস্ত বিষয়ে পূর্ণ বিবেচনা করেছেন। বিশেষতঃ আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক ধ্যান রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কি বাধা আসতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে –
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): প্রেমের পথে বাধা আসতে পারে। কিন্তু পিছিয়ে না এলে সাফল্য আসবে। কর্মে উন্নতির সুযোগ। তবে সহকর্মীদের কাছ থেকে বাধা আসতে পারে। শিক্ষাযোগ শুভ। ব্যবসায় উন্নতির সুযোগ আসবে। আর্থিকযোগ শুভ।
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪
বৃষ (২১ এপ্রিল – ২১ মে): ব্যবসায় একাধিক ব্যক্তির মতামতের ফলে সমস্যার সৃষ্টি হতে পারে। শিক্ষা নিয়ে নতুন সুযোগ লাভের সম্ভাবনা। প্রেমযোগ শুভ। পরিবারের কারো শারীরিক সমস্যা আপনাকে চিন্তিত রাখবে।
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩
মিথুন (২২মে – ২১ জুন): দাম্পত্য সমস্যায় আত্মীয়দের প্রবেশের ফলে আরও জটিল হতে পারে। কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর সঙ্গে ব্যক্তিগত বিষয় আলোচনা করবেন না। প্রেমের ক্ষেত্রে বাধা আছে। আর্থিক দিক থেকে শুভফল লাভ হতে পারে। শিক্ষাযোগ শুভ।
শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯
কর্কট (২২ জুন – ২২ জুলাই): কর্মক্ষেত্রে কোনো রকম প্ররোচণায় পা দেবেন না। কেউ কোনো বিষয়ে জানলে তার যুক্তিগ্রাহ্যতা দেখে নিন। প্রেমের জন্য শুভ। পরিবারে আনন্দের যোগ।
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২
সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট) : শারীরিক সমস্যার সমাধান হবে। পরিবারে আনন্দের খবর আসতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ। বিনোদনের সুযোগ আছে। কর্মক্ষেত্রে শুভযোগ। ব্যবসার সমস্যা দূর হবে। আর্থিকযোগ শুভ।
শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) : মনের ভিতর জমে থাকা রাগ-অভিমান প্রেমের ক্ষেত্রে সমস্যা হাজির করতে পারে। দাম্পত্য জীবনের সমস্যা মেটার ইঙ্গিত আছে। কর্মে উন্নতির যোগ। শিক্ষাযোগ শুভ।
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): নতুন যোগাযোগের মাধ্যমে ব্যবসায় উন্নতি। কাজ শুরুর করলে সফলতা পাবেন। কর্মে উন্নতি। পরীক্ষায় সফলতার যোগ। অর্থ নিয়ে সমস্যার সমাধান হবে।
শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৯
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): পরিবার ও প্রেম- এই দু’দিক সমানভাবে বজায় রাখতে গিয়ে সমস্যা পড়বেন কর্মে উন্নতির যোগ। পাওনা অর্থ নিয়ে বিবাদের সম্ভাবনা।
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): কর্মক্ষেত্রে গোপন শত্রুতার যোগ আছে। পরিবারে কোনো আত্মীয়ের চক্রান্তের শিকার হতে পারেন। শিক্ষাযোগ শুভ। বন্ধুদের সঙ্গে বিনোদনের সম্ভাবনা। ব্যবসায় উন্নতির যোগ।
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) : প্রেমের ক্ষেত্রে নিজের মতকে প্রাধান্য দিতে গিয়ে সমস্যা বাড়তে পারে। কর্মে উন্নতির যোগ। ব্যবসায় আর্থিক বিষয় নিয়ে সমস্যার যোগ।
শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): প্রেমের ক্ষেত্রে শুভ। নতুন বন্ধুত্বের সম্পর্ক হতে পারে। দাম্পত্য সুখ। কর্মে উন্নতি। ব্যবসায় লাভ। শিক্ষা শুভ। পথে আঘাতের যোগ। যাত্রাযোগে বাধা।
শুভরং : সবুজ, শুভ সংখ্যা : ১
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): কর্মে শুভখবর আসতে পারে। তবে কোনো বন্ধুর কাজ-কর্ম আপনাকে চিন্তিত করতে পারে। ব্যবসায় উন্নতি। আর্থিকযোগ শুভ। নতুন বন্ধু লাভ। নতুন প্রেমের সম্ভাবনা।
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১২
এবিএন/জসিম/নির্ঝর