![ঝিনাইদহে ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/07/jhenidah-potaka-uttolon_129008.jpg)
ঝিনাইদহ, ০৭ মার্চ, এবিনিউজ : ঝিনাইদহে নানা কর্মসুচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ। জেলা আওয়ামী লীগের আয়োজনে দিনব্যাপী পালিত হবে নানা কর্মসুচি। এ উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে শহরের এইচ এস এস সড়কের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ের ভিতরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্য দেওয়া হয়। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাইসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানের (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) ঐতিহাসিক ভাষনের মাধ্যমে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ভাষণের মধ্য দিয়ে বাঙালী জাতি ঝাপিয়ে পড়েছিল স্বাধীনতা যুদ্ধে আর ছিনিয়ে এনিছিল মহান স্বাধীনতা, লাল সবুজের পতাকা।
এবিএন/ যবনিকা/জসিম/নির্ঝর