শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ডোমার-দেবীগঞ্জ সড়ক চলাচলের অযোগ্য

ডোমার-দেবীগঞ্জ সড়ক চলাচলের অযোগ্য

নীলফামারী, ০৭ মার্চ, এবিনিউজ : জলার ডোমার-দেবীগঞ্জ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পরেছে। মাত্র দশ মিনিটের পথ যেতে লাগছে একঘন্টা।প্রতিদিনেই মৃত্যুঝুকি ও ধুলায় আচ্ছন্ন হয়ে চলাচল করতে হচ্ছে মানুষকে। ডোমার রেলগেট থেকে শুরু হয়ে দেবীগঞ্জ যাওয়ার মুলসড়কটি খানাখন্দে ভরে চলাচলের অযোগ্য হয়ে পরেছে।

তাছাড়া চিলাহাটি মোড় থেকে দেবীগঞ্জ যাওয়ার পথে প্রায় ৮টি জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় সড়ক ও জনপথ বিভাগ থেকে সেইসব গর্তের জায়গায় সাময়িকভাবে চলাচলের জন্য ইটের তৈরি হিরিমবোড তৈরি করলেও তা হিতে বিপরীত হয়ে দাড়িয়েছে মানুষের জন্য। ঐসব জায়গায় ইট ভেঙ্গে ধুলা তৈরি হয়ে সমগ্র এলাকা সারাদিন ধুলায় আচ্ছন্ন হয়ে থাকে। ফলে বাসাবাড়ী আর ব্যবসা প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে মানুষজন থাকতে পারছেনা।

ডোমার এমপির মোড়ের ব্যবসায়ী আকতারুল জানান, ইটের তৈরি রাস্তার ফলে ইট গুড়া হয়ে ধুলায় পরিনত হয়েছে। আর এখান থেকে প্রতি মিনিটেই ১০ চাকার চ্রাক থেকে সব বড় যানবাহন চলাচল করে। ফলে এলাকাটি সব সময় ধুলার আবরনে ঢাকা থাকে। ব্যবসায়ী বাবলু জানান, এমনিতেই চলাচলের অযোগ্য সড়ক। তার উপর ধুলার কারনে ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকা অসম্ভব হয়ে পরেছে। ধুলার কারনে রাস্তার ধারে এবং বাসাবাড়ীর সব ফলন গাছ মড়ে যাচ্ছে।কলেজছাত্র রুবেল জানান,ধুলার কারনে বাসায় থাকাও সম্ভব হচ্ছে না। যে পরিমান যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করছে তাতে এক সময় এই এলাকায় মানুষের বাস অসম্ভব হয়ে দাড়াবে।

ডাঃ রবিন্দ্রনাথ জানান,ধুলার কারনে মানুষজন প্রতিনিয়ত রোগে আক্রান্ত হচ্ছে।এভাবে ধুলায় আচ্ছন্ন থাকলে সুস্থ্য মানুষের পাশাপাশি শিশু ও বৃদ্ধরা যক্ষাসহ নানা রোগে আক্রান্ত হতে পারে বলেও তিনি জানিয়েছেন।এদিকে ভাঙ্গারাস্তা দিয়েই মৃত্যু ঝুকি নিয়ে চলাচল করতে হয় মানুষদের । জীবিকার তাগিদে প্রতিদিনেই শতশত অটোরিক্সায় চলাচল করছে যাত্রীরা। যাত্রীরা জানান,জীবনের ঝুকি থাকলেও কাজের জন্য বাধ্য হয়ে যেতে হচ্ছে। সেখানে মৃত্যু ঝুকি থাকলেও কিছু করার নেই।

ডাঃ তুহিন ইবনে হাদী জানান,বিকল্প সড়ক না থাকায় রাস্তার এমনদশার সৃষ্টি হয়েছে।তাছাড়া সংশ্লিষ্ট কৃতপক্ষ এসব দিকে নজর না দেওয়ায় মানুষজনকে প্রতিনিয়ত ভোগান্তীতে পরতে হচ্ছে।

কাউন্সিলর আখতারুজ্জামান সুমন বলেন, রাস্তার বেহালদশার কথা একাধিকবার সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করা হয়েছে। তারা অচিরেই রাস্তার কাজ শুরু করবে বলে আমাদের জানিয়েছে।

এবিএন/মোঃআব্দুল্লাহ আল মামুন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত