বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কসবায় ৬ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

কসবায় ৬ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) , ০৭ মার্চ, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল মঙ্গলবার রাতে কর্তব্য অবহেলা, তথ্যগুপন ও কারচুপির অভিযোগে এসআই মনির হোসেন-১, এসআই শ্যামল মজুমদার, এএসআই সালাউদ্দিন, এএসআই ফারুক, কনস্টেবল শাজাহান ও কনস্টেবল কাশেমকে সাময়িক বরখাস্ত করেছে।

জানা যায়, গতকাল দুইটি প্রইভেটকারের গাঁজা আটক করে পুরো মাল সিজার না করে মাত্র ৪০ কেজি গাঁজা দিয়ে সিজার করে। গোপনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসেন ও ডিবি খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে জানতে পারেন সিজারে উল্লেখিত মালের সাথে অমিল রয়েছে। কর্তব্য অবহেলা, তথ্যগুপনের কারণে ব্রাহ্মণবাড়িয়া পুলিশসুপার (অতিরিক্ত ডিআইজি) মিজানুর রহমান ৬জনকে সাময়িক বরখাস্ত করেছেন।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, কর্তব্য অবহেলা ও তথ্যগুপনের অভিযোগে ৬জনকে সাময়িক বরখাস্ত করেছে। অতিরিক্ত পুলিশসুপার (প্রশাসন) ইকবাল হোসেন তদন্ত করছেন।

এবিএন/মো. অলিউল্লাহ সরকার অতুল/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত