![ত্রিশালে লেগুনা চাপায় স্কুলছাত্র নিহত: মহাসড়ক অবরোধ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/07/road-accident3_129021.jpg)
ময়মনসিংহ, ০৭ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী হিউম্যান হলার (লেগুনা) চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত স্কুল ছাত্রের নাম মহাদেব (১০)। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা কিছুক্ষণ ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।
আজ সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বৈলর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছন।
তিনি বলেন, স্কুলের সামনের রাস্তা পারাপারের সময় ত্রিশাল থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী হিউম্যান হলার (লেগুনা) মহাদেবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী প্রায় ৩০মিনিট মহাসড়ক অবরোধ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এবিএন/মো:মঈন উদ্দিন রায়হান/জসিম/নির্ঝর