বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

চিলমারীতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

চিলমারীতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

চিলমারী (কুড়িগ্রাম), ০৭ মার্চ, এবিনিউজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক মেমোরি অব দ্য ওয়াল্ড রেজিস্টারে অন্তর্ভূক্ত করায় কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা আওয়ামীলীগ’র উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ বুধবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দানের পর একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

বংলাদেশ আওয়ামীলীগ চিলমারী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু, চিলমারী থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, যুগ্ম সাধারন সম্পাদক আবু হানিফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ফরিদ প্রমুখ।

এদিকে দিবসটি উদযাপনে দিনব্যাপি উপজেলার বিভিন্ন পয়েন্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাজানো হয়। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৭ই মার্চের ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এবিএন/গোলাম মাহবুব/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত