![তিতাসে অপহৃত শিশু নারায়নগঞ্জ থেকে উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/07/abnews-24.bbbb_129030.jpg)
তিতাস (কুমিল্লা), ০৭ মার্চ, এবিনিউজ : কুমিল্লার তিতাস উপজেলা থেকে এক শিশু অপহরণের ১২ঘন্টার মধ্যে নারায়নগঞ্জের চিটাগং রোডের বাস ষ্টেশন থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় তিতাস থানা পুলিশ উদ্ধার করেছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার চরকুমারিয়া গ্রামের মালেমিয়া প্রবাসী মো.শামীম মিয়ার ছেলে মো.সিয়াম (৬) কে বেড়াতে এসে অপহরণ করে নিয়ে যায় বিল্লাল(৩০)। অপহৃতের পরিবার বিষয়টি তিতাস থানা পুলিশকে অবহিত করলে সেকেন্ড অফিসার আব্দুল বারী সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় পুলিশের সহযোতিায় উদ্ধার করে নিয়ে আসে।
পুলিশ ও ভিকটিম পরিবার সুত্রে জানা যায় বিল্লাল সিয়ামদের বাড়ীতে বেড়াতে এসে স্থানীয় স্কুল ছুটির পর বাড়ী ফেরার পথে সিয়ামকে অপহরন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। পরে পুলিশি তৎপরতা টের পেয়ে সিয়ামকে উপরউল্লেখিত স্থানে ফেলে রেখে পালিয়ে যায় অপহরন কারীরা। এঘটনায় তিতাস থানায় মামলা রুজু হয়েছে।তবে অপহরন কারী বিল্লাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
এবিএন/কবির হোসেন/জসিম/তোহা