![নরসিংদীতে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে হামলার প্রতিবাদে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/07/norshingdi-human-chain_129033.jpg)
নরসিংদী, ০৭ মার্চ, এবিনিউজ : নরসিংদীর বীরপুরে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে হামলা ও শ্রমিকদের আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রমিকরা। আজ সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত বীরপুর সিএনজি অটোরিক্সা শ্রমিক সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণসম্পাদক শাহীন আলম, কোষাধ্যক্ষ সুমন মুন্সী, দপ্তর সম্পাদক আমীর হোসেন, পান্থশালা শ্রমিক সংগঠনের সভাপতি হাজারী বাবুল প্রমুখ।
বক্তারা বলেন, মঙ্গলবার সকালে মালবাহী ট্রাকের চাপায় সিএনজি অটোরিক্সায় ২ জন নিহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে ২ শতাধিক লোক বীরপুর সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে হামলা চালায়। হামলাকারীরা স্ট্যান্ডের বেশ কয়েকটি অটোরিক্সা ভাংচুর করে। ওই সময় তাঁদেরকে বাঁধা দিতে গিয়ে হামলার শিকার হয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাবা নজরুল ইসলাম কাজল, বড় ভাই ও সিএনজি স্ট্যান্ডের সভাপতি রৌজদীসহ ৩০ জন আহত হয়েছে। ওই সময় তাঁরা সভাপতির বালু মহালে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।
কিন্তু এই ঘটনায় ক্ষতিগ্রস্থ শ্রমিকরা থানায় অভিযোগ দায়ের করলেও মামলা নথিভুক্ত করেনি পুলিশ। তাই মানববন্ধন থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান। একই সঙ্গে ঘটনার সময় সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়েছে শ্রমিকরা।
এবিএন/সুমন রায়/জসিম/নির্ঝর