শিবপুর (নরসিংদী) , ০৭ মার্চ, এবিনিউজ : আজ ঐতিহাসিক ৭ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল ঘোষনার প্রথম দিন উপলক্ষে উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা সংসদের নেতারা, উপজেলা বঙ্গবন্ধু পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবণের সামনে বঙ্গবন্ধুর প্রতিতৃতিত্বে সকাল ১০টায় বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকল শহীদের প্রতি দোয়া করেন। এ সময় দোয়া পরিচালনা করেন উপজেলার সাবেক সহকারি কমান্ডার বেলায়েত হোসেন ভূঁইয়া।
এতে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুডি কমান্ডার আব্দুল মোতালীর খান, দৈনিক ইত্তেফাক শিবপুর সংবাদদাতা ও উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক বিপ্লব চক্রবর্তী, যগ্ম আহবায়ক ফজলে রাব্বি খান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদিক কিবরীয়া, দুলালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা মো: তারা মিয়াসহ সকল সংগঠনের নেতাকর্মীরা।
এবিএন/ আনোয়ার হোসেন স্বপন/জসিম/নির্ঝর