শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সুনামগঞ্জ তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ আটক

সুনামগঞ্জ তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ আটক

সুনামগঞ্জ, ০৭ মার্চ, এবিনিউজ : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বর্ডারগার্ড বিজিবি পৃথক অভিযান চালিয় ২৫১ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করেছে। তবে, ভারতীয় মদ আটক করলেও এর সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ী বা বহনকারীকে বিজিবি আটক করতে পারেনি। বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড বিজিরি অধিন্যাস্থ বিরেন্দ্রনগর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সীমান্ত পিলার ১১৯৪/৩-এস এর নিকট তেরঘর নামক স্থান থেকে ১৫৪ বোতল মদ আটক করেন।

অপরদিকে একই সময়ে চারাগাঁও বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার মোঃ মোনায়েম খাঁনের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১১৯৪/৫-এসর নিকট জংগলবাড়ী নামক স্থান থেকে ৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করেন। এসব আটককৃত মদের বাজার মূল্য ৫ লাখ ২৭ হাজার ২শ ৫০ টাকা। সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাসির উদ্দিন পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে। এ ব্যাপারে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।

এবিএন/ অরুন চক্রবর্তী/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত