রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দাদী-নাতনি নিহত

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দাদী-নাতনি নিহত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও), ০৭ মার্চ, এবিনিউজ : ঠাকুরগায়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দাদী-নাতনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও সাতজন। আহতদের পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার পীরগঞ্জ-কাতিহার পাকা সড়কের বেগুনগাঁও নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফজিলা (৫৫) ও কবিতা (৫)। পীরগঞ্জ থানার অফিসার ইন্চার্জ আমিরুজ্জামান জানান, রানীশংকৈল থেকে যাত্রীবোঝাই একটি থ্রি-হুইলার পাগলু পীরগঞ্জে আসার পথে বেগুনগাও নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পরে যায়।

এসময় নয়জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নেয়া হলে দুইজন মারা যান। নিহতরা হলেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলা নওয়াপাড়া গ্রামের বেদে সম্প্রদায় কুদ্দুসের স্ত্রী ফজিলা ও আক্তারুলের শিশু কণ্যা কবিতা। আহত ধীরেন(চালক), সাকিলা, সুমাইয়া, কনিকা, কবির, শাহানা, বকুল সকলেই পীরগঞ্জ হাসপাতালে চিকিৎষাধীন আছে।

এবিএন/বিষ্ণু পদ রায়/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত