![গফরগাঁওয়ে ঐতিহাসিক ৭মার্চের আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/07/abnews-24.bbbbbbbbbbbbbb_129050.jpg)
গফরগাঁও (ময়মনসিংহ), ০৭ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্মারক হিসেবে ইউেিনস্কোর স্বীকৃতি পাওয়ার পর এই প্রথম দিবসটি উদযাপন হচ্ছে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল , উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, কৃষি কর্মকর্তা এস এস ফারহানা হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, পৌর আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মানিক, সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ মোস্তফা, মফিজ আহমেদ প্রমুখ । বক্তারা বলেন ,বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ স্বাধীনতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ন ও তাৎর্পযময় ঘটনা । ৭ই র্মার্চের ভাষণ ও বাংলাদেশের সাবাধীনতা একই সূত্রে বাধা ।
সুদীর্ঘ আন্দোলনের এক র্পযায়ে ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তৎকালীন রেসর্কোসের (সোহরাওয়ার্দী উদ্যান)জন সমুদ্রে ২৩ বছরের বঞ্চনার মাত্র ২৩ মিনিটে তুলে ধরেন একাত্তরের সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন “আমরা যখন মরতে শিখেছি কেই আমাদের দাবায়ে রাখতে পারবে না ”। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব ,এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ । এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম ”।
এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/তোহা