![উলিপুরে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/07/abnews-24.bbbbbbbbbbbbbbb_129052.jpg)
উলিপুর (কুড়িগ্রাম), ০৭ মার্চ, এবিনিউজ : কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে নয়টায় উলিপুর উপজেলা আওয়মীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, সকাল দশটায় একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চৌরাঙ্গী মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, সাবেক সাংসদ আমজাদ হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মতি শিউলী, সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক স.ম আল মামুন সবুজ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক মৌমিতা তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক বাবু দেব, আওয়ামীলীগ নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, প্রমুখ।
এবিএন/আব্দুল মালেক/জসিম/তোহা