শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বঙ্গবন্ধুর ৭ মার্চের বক্তব্যই স্বাধীনতার ঘোষনা: চীফ হুইপ

বঙ্গবন্ধুর ৭ মার্চের বক্তব্যই স্বাধীনতার ঘোষনা: চীফ হুইপ

বঙ্গবন্ধুর ৭ মার্চের বক্তব্যই স্বাধীনতার ঘোষনা: চীফ হুইপ

বাউফল (পটুয়াখালী) , ০৭ মার্চ, এবিনিউজ : বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রাম করেছেন। ১৯৫২ সাল থেকে শুরু করে ৫৪, ৫৮, ৬২, ৬৬, ৬৯, ৭০ ও ৭১ সালের মুক্তিযুদ্ধ সহ সকল ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিত্বরা নেতৃত্ব দিয়েছে। সেই নেতৃত্বের সুফল হিসাবে ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন। সেই বক্তৃতার কারনে ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রাম করে ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করছি।

আজ বুধবার সকালে পটুয়াখালীর বাউফলে ৭ই মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও বর্নাঢ্য র‌্যালী শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ, এমপি এ কথা বলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউএনও আবদুল্লাহ আল মাহমুদ জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ খান সহকারী কমিশনার ভূমি এএফএম আবু ছুফিয়ান, কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, চীফ হুইপ পুত্র রায়হান সাকিব,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,মিক্ষার্থী, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিক।

এবিএন/মোঃ দেলোয়ার হোসেন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত