![ডোমারে দিবালোকে ব্যাংক ম্যানেজারের বাসায় চুরি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/07/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_129067.jpg)
নীলফামারী, ০৭ মার্চ, এবিনিউজ : নীলফামারীর ডোমার শহরের উপকন্ঠে ব্যাংক ম্যানেজারের বাসায় দিনে-দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোনার গহনা ও আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে জানান বাড়ীর মালিক। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে এ চুরির ঘটনাটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এ সময় বাড়ীতে পরিবারের কেউ ছিলো না।
জানা গেছে, ডোমার পৌর সভার ৩নং ওয়ার্ডের ছোটরাউতা গ্রামের বাসায় বসবাস করতেন কৃষি ব্যাংক মিরজাগঞ্জ শাখার ম্যানেজার তমিজ উদ্দিন সরকার ও তার স্ত্রী ডোমার কৃষি ব্যাংকের কর্মকর্তা হাসিনা বেগম। গতকাল সকালে বাড়ীর প্রধান ফটকে তালা দিয়ে তারা নিজ নিজ কর্মস্থলে যান। এ সুযোগে চোরের দল বাড়ীর পিছনের জানালার গ্রীল কেটে ঘরের ভেতর প্রবেশ করে সোনার গহনা ও বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি)মোকছেদ আলী জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দিনে-দুপুরে চুরির ঘটনায় শহরের মানুষজনদের মধ্যে চুরি আতংক বিরাজ করছে।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা