![হোসেনপুরে মিষ্টির দোকানীকে জরিমানা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/07/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_129070.jpg)
হোসেনপুর (কিশোরগঞ্জ), ০৭ মার্চ, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুর বাজারের পশ্চিমপট্টির মেসার্স স্বপন মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এ অর্থদন্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, হোসেনপুর বাজারের পশ্চিমপট্টির মেসার্স স্বপন মিষ্টান্ন ভান্ডারে পচা মিষ্টি, পোড়া তেল, মেয়াদ উর্ত্তীণ খাবার পরিবেশন এবং নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের অভিযোগ রয়েছে। পরে বুধবার দুপুরে ওই মিষ্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করে মিষ্টান্ন ভান্ডারের মালিক স্বপন মোদককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা