![কাউখালীতে ৫০ লক্ষ টাকার চিংড়ির রেনু পোনা জব্দ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/07/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_129072.jpg)
কাউখালী (পিরোজপুর), ০৭ মার্চ, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে গতকাল মঙ্গলবার গভীর রাতে কোস্ট গার্ডের সিসি মোঃ তোফাজ্জেল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে চরখালী ফেরী থেকে ২০ ড্রাম বাগদা চিড়ির রেনু পোনা জব্দ করে। যার আনুমানিক মুল্য ৫০ লক্ষ টাকা। পরে জব্দকৃত রেনু পোনগুলো গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ইরাত জাহান কাউখালী ষ্টীমার ঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে অবমুক্ত করেন।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা