![কাউখালীতে ১৭ ও ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/07/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_129073.jpg)
কাউখালী (পিরোজপুর), ০৭ মার্চ, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস, জাতীয় শিশু দিবস ও ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবির, সহকারী ভুমি কমিশনার মাধবী রায়,
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ্ মোঃ কাইয়ুম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মৃদুল আহম্মেদ সুমন সহ উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এবং সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা