শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

৭ মার্চের ভাষণ উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা

৭ মার্চের ভাষণ উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা

ময়মনসিংহ, ০৭ মার্চ, এবিনিউজ : আজ বুধবার সকালে বিভাগীয় শহর ময়মনসিংহে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খলিলুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সিভিল সার্জন ডাঃ এ কে এম আব্দুর রব, মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলমসহ অন্যাণ্যরা বক্তব্য রাখেন।

এসময় জেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষজন উপস্থিত ছিলেন। বক্তাগন বলেন, বঙ্গবন্ধু ভাষণে ছিল বাঙ্গালী জাতির শোষণ নিপিড়নের ইতিহাস। জাতির পিতার এই ভাষণের মমার্থ আমাদের অনুধাবন করতে হবে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ স্বাধীনতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ন ও তাৎর্পযময় ঘটনা। ৭ই মার্চের ভাষণ ও বাংলাদেশের স্বাধীনতা একই সূত্রে বাধা। জাতির জনক শেখ মুজিবুর রহমানের ঐহিহাসিক ৭ই মার্চ ভাষন দেশে বিদেশে আজ স্বীকৃতি পেয়েছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সকলকে আহবান জানান।

এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত