![মদনে ৯৫ পিস ইয়াবাসহ আটক ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/07/atok-abn-yaba_129082.jpg)
মদন (নেত্রকোনা), ০৭ মার্চ, এবিনিউজ : নেত্রকোনার মদনে আজ বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদর থেকে ৯৫ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করে মদন থানা পুলিশ। আটককৃতরা হল এমদাদপুর গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে এনামূল (৩০), মনোহরপুর গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে শাহানূর(২৮)।
ওসি মো, শওকত আলী জানান,গোপন সংবাদের ভিত্তিতে এমদাদপুরের এনামূলের বাড়ী থেকে ইয়াবা দেলদেন করার সময় তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তারা ইয়াবা ব্যবসায়ী।
এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/তোহা