বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ঐতিহাসিক ৭ মার্চ পালিত

আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ঐতিহাসিক ৭ মার্চ পালিত

আগৈলঝাড়া (বরিশাল), ০৭ মার্চ, এবিনিউজ : বিভিন্ন কর্মসূচী ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন শেষে ১১টায় প্রধান প্রধান সড়কে নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

পরে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সমন্বয়ক আবু সালেহ লিটন সেরনিয়াবাতের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান প্রমুখ নেতৃবন্দ।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত