![হবিগঞ্জে পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/07/hobigoang_abnews24_129091.jpg)
হবিগঞ্জ, ০৭ মার্চ, এবিনিউজ : ‘পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ দিনব্যাপি হবিগঞ্জে পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ-লাখাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো: আবু জাহির। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় পরিবার পরিকল্পনা বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: শফিউল আলম, সিভিল সার্জন ডা: সুচিন্ত চৌধরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নূরুল ইসলাম, হবিগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নাসিমা খানম, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল আলম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক মীর সাজেদুর রহমান।
এবিএন/মো: নুরুজ্জামান ভূইয়া/জসিম/রাজ্জাক